১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্বান্ত বহাল রাখা ও বন্ধকালীন ট্যাঙ মওকুফ ও প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তা প্রদানের দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে ছাত্র, শিক্ষক ও অভিভাবক ফোরাম। অধ্যক্ষ জিনাত আরা খানম তারার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অধ্যাপক মো খুরশীদ আলম, অধ্যাপক নুরুল বশর সুজন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, লায়ন আমিরুল হক, অধ্যক্ষ আবু তাহের, লায়ন হুমায়ুন কবির, লায়ন শফিকুর রহমান চৌধুরী, লুবনা হুমায়ুন, মোস্তফা রেজাউল মুনির, লায়ন কবিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. হামিদ উল্লাহ, হাসান মুকুল, অভিভাবক সোনিয়া আজাদ ও ছাত্র মো. সাকিব। কর্মসূচি পরিচালনা করেন মঈনুদ্দীন কাদের লাভলু।
বক্তারা বলেন, ৭৫ শতাংশ শিক্ষার্থী স্কুলে ফিরতে চায়। সমীক্ষা অনুযায়ী ৬৯ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন কারণে অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অনলাইনে ক্লাস, মোবাইল গেইমে আসক্তিতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। শত শত কিন্ডারগার্টেন বন্ধ হয়ে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ছাড়া শিক্ষাকে বাঁচানোর কোনো বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।