দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কামাল উদ্দিন আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। তিনি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের পিতা।
কামাল উদ্দিন আহমদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। তবে আগের দিন গতকাল পরিবারের পক্ষ থেকে আনোয়ারার গহিরা গ্রামের পারিবারিক মসজিদ ও গাউসিয়া খিজিরিয়া আহমদিয়া ইসমাইলিয়া ফোরকানিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুুষ্ঠিত হয়। এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এছাড়া কামাল উদ্দিন আহমেদের বড়পুত্র ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি এস এম আবদুল করিম তারেকের বাকলিয়া বাসভবনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।