শিক্ষানীতি হতে হবে ইসলামের অনুসরণে

তাফসীর মাহফিলে সাইয়্যেদ আনোয়ার হোসাইন | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৫২ পূর্বাহ্ণ

আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে তারা মুসলমান নয়। তাদেরকে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় ইসলামের যে সকল বিষয় ছিল তা বলবৎ রাখতে হবে। শিক্ষানীতি হতে হবে ইসলামের অনুসরণ ও অনুকরণে। অন্যথায় এই শিক্ষা ব্যবস্থা দেশের জনগণ মেনে নেবে না। তিনি শিক্ষা ব্যবস্থাকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

গত ১৪ জানুয়ারি বাঁশখালীর পুকুরিয়া নতুনপাড়া মসজিদে মদিনা ও সিরাজুল ইসলাম মাদরাসা ময়দানে আরব প্রপার্টিজ ও ইলিয়াছ আরব ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও আন্তর্জাতিক কেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী চিন্তাবিদ দারুল মারিফ আল ইসলামিয়ার প্রধান ক্বারী মাওলানা অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন আরব প্রপার্টিজ লি. এর এমডি মোহাম্মদ ইলিয়াছ। বক্তব্য রাখেন সাইয়্যেদ মাওলানা আনাস বিন আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম। আমন্ত্রিত বিদেশি ক্বারী শাইখ সালাহ মুহাম্মদ সোলাইমান (মিশর), শাইখ ক্বারী রজাঈ আইয়ুব (তানজানিয়া), শাইখ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), শাইখ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকী (মিশর), শাইখ ক্বারী ইদ্রিস আবিদা (তানজানিয়া), শাইখ ক্বারী মাসুদ শাহাত মুহাম্মদ (ইন্দোনেশিয়া) খ্যাতিমান ক্বারীগণ।

এছাড়াও আলোচনা পেশ করেন মাওলানা আবদুস সামাদ ও মাওলানা নূর আহমদ, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন, নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহবার আলম আনওয়ার, ইউপি সদস্য মো. ফরিদ, মুনিরুল মান্নান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সানাউল্লাহ চৌধুরী, এডভোকেট আবু নাছের, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, মোহাম্মদ ইউনুছ, শহীদুল ইসলাম, আরশাদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোল্ডেন শিপ ব্রেকিংয়ের পাঁচ পরিচালকের বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ
পরবর্তী নিবন্ধনগরীর ৯ ভবন মালিক ও প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা