চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালা অনুষ্ঠানের ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান। সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। কর্মশালার ২য় পর্বে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার। কর্মশালায় সঞ্চালনায় ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক মো. কাশেম কামাল এবং পাঠাগার সম্পাদক আহমেদ কবির করিম।
উক্ত কর্মশালায় শিক্ষানবীশদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সিনিয়র আইনজীবী আবু মোহাম্মদ জিয়া হাবিব আহসান, এস আই এম নুরুল ইসলাম, বদরুল হুদা মামুন, জাফর ইকবাল প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম), সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য যথাক্রমে মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নীসহ বিপুল সংখ্যক শিক্ষানবীশ আইনজীবী। কর্মশালার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষানবীশ আইনজীবী গোলাম মোস্তফা, গীতাপাঠ করেন শিক্ষানবীশ পলি রানী রায়, ত্রিপিটক পাঠ করেন শিক্ষানবীশ সুবর্ণ বড়ুয়া।
কর্মশালায় বক্তারা বলেন, আইন পেশা স্বাধীন ও মহৎ পেশা। এরপরেও এ পেশায় কঠোর শৃংঙ্খলা মেনে চলতে হয়। একটি সংবিধিবদ্ধ আইনদ্বারা আইন পেশা পরিচালিত হয়। প্রত্যেক আইনজীবী এবং শিক্ষানবীশ আইনজীবীকে তা মেনে চলতে হবে। আজকের নবাগতরা আমাদের পূর্বসূরীদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষণের ধারক ও বাহক হবেন। এ প্রত্যাশা করে আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। কঠোর প্রশিক্ষণ সহজ বিষয় এ মন্ত্রকে সামনে রেখে আপনাদেরকে এগোতে হবে। জীবনের সবক্ষেত্রে আইন মেনে চলার মন মানসিকতা তৈরি করতে হবে।