‘শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে’

স্বাশিপের সাংগঠনিক সভা

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ১০:১০ পূর্বাহ্ণ

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম বিভাগীয় শাখার সাংগঠনিক সভা গত রোববার বেলা ১১টায় কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক পার্থসারথি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। উন্নত ও টেকসই শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করতে মুজিববর্ষে শিক্ষার জাতীয়করণ করা প্রয়োজন। বর্তমান সরকার ‘শিক্ষা ও শিক্ষকবান্ধব’ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ বছরে শিক্ষা খাতে যে অবদান রেখেছেন, অতীতের সব সরকার মিলেও তা করেনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেরুন্নেছা, সাংগঠনিক সম্পাদক ড. হোছামুদ্দীন, অধ্যক্ষ সলিমউল্লাহ সেলিম ও অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বাবুল। সঞ্চালনায় ছিলেন স্বাশিপ বিভাগীয় সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বক্তব্য দেন স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা জয়নাল আবেদীন জেহাদী, জামাল সাত্তার, অধ্যক্ষ গিয়াস উদ্দীন, আমজাদ হোসেন চৌধুরী, ড. মুহাম্মদ সানাউল্লাহ, সৈয়দ মো. খালেদ, অধ্যাপক আনিসুল মালেক, জিয়াউদ্দিন, রেজাউল করিম সিদ্দিকী, মেরি অং মারমা, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যক্ষ সোলইমান কাশেমী, অধ্যাপক হারুনুর রশীদ চৌধুরী, হিতোষময় বড়ুয়া, অধ্যক্ষ হামিদ হোসেন, বিষ্ণুযশা চক্রবর্ত্তী, আলী আজম, অধ্যক্ষ আবদুল মোমিন, আইরিন পারভীন, নুর মোহাম্মদ তালুকদার, জয়নাল আবেদীন, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যাপক মোহররম আলী, অধ্যাপক নুর হোসেন, অধ্যাপক রফিক উদ্দিন, আমেনা বেগম, শিপ্রা দাশ, খদিজা বেগম, গোলাম রসুল, অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন মাস ধরে খোঁজ নেই স্কুলছাত্র রিদয়ের
পরবর্তী নিবন্ধমেয়র প্রার্থী ওয়াহেদ মুরাদের পক্ষে গণসংযোগ