শিক্ষা সমাজসেবা ও রাজনীতিতে আব্দুল গাফফার চৌধুরীর অবদান অবিস্মরণীয়

স্মরণসভায় সিটি মেয়র শাহাদাত

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার সিনিয়র ভাইসচেয়ারম্যান লায়ন আবদুল গাফফার চৌধুরীর ইছালে সাওয়াব উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আবুল বশর আবুর সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. মোহাম্মদ রেজাউল কবির ও সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার কামরুল হাসান। উদ্বোধনী বক্তব্য রাখেন এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ শফি উল্লাহ কুতুবী। স্বাগত বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দীদার রশীদ, বোরহান উদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম জর্জ কোর্টের স্পেশাল পিপি সাইফুল আবেদীন, জাফর উল্লাহ, আবু বকর, এডভোকেট ওমর চৌধুরী, সাহাব উদ্দিন চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, মাওলানা রহিম উল্লাহ, মাওলানা ইমতিয়াজ হোসাইন ও হাফেজ ইয়াসিন আরাফাত প্রমুখ। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্বাবিদল্যায় চট্টগ্রামের শরীয়াহ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. রশীদ জাহেদ। স্মরণসভা ও দোয়া মাহফিলে সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, শিক্ষা, সমাজসেবা ও রাজনীতিতে লায়ন আব্দুল গাফফার চৌধুরীর অবদান অবিস্মরণীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় ভূমি মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল