শিক্ষা, রাজনীতি ও সমাজ উন্নয়নে মোছলেম উদ্দিনের অবদান স্মরণীয়

স্মরণসভায় বক্তাদের অভিমত

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রয়াত সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী মোছলেম উদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে চট্টগ্রাম নগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় মোছলেম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, মোছলেম উদ্দিন প্রতিকূল পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে একজন অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করে গেছেন। শিক্ষার উন্নয়ন, শুদ্ধ রাজনীতি ও সমাজ উন্নয়নে রাজনীতিবিদ মোছলেম উদ্দিনের অবদান অপরিসীম।
ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য বোরহান উদ্দিন গিফারীর সভাপতিত্বে ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলাল হোসেন মিঠুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, হেলাল উদ্দিন চৌধুরী, আবদুর রহিম, ইঞ্জি. আমানুর রশিদ হিরু, আরিফ আলী আনছারী, কামাল উদ্দীন, মুরিদুল আলম মুরাদ, ফোরক আহমদ, আব্দুল্লাহ আল মামুন, এড. টিপু শীল জয়দেব, জালাল উদ্দীন, মাহমুদুর রহমান সেলিম, আব্দুল মন্নান, নাজিম উদ্দীন, মো. সেলিম উদ্দীন, মো. ইসহাক, মো. হারুন, মাহাবুব, আলমগীর কবির চৌধুরী, ওমর ফারুক সুমন, কামরুল আলম মিন্টু, নাঈম উদ্দীন, সাকিব উদ্দীন, রোবায়েদ হোসেন, আবদুর রহমান রবিন প্রমুখ। আলোচনা সভা শেষে তনজিমুল মোছলেমীন এতিমখানার হাফেজ মো: আমান উল্লাহ বিশেষ মুনাজাত ও দোয়া পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে ৪ দিনব্যাপী ভর্তি মেলা আজ থেকে শুরু
পরবর্তী নিবন্ধগভীর রাতে মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা সুজনের