সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা মানুষকে আলোকিত করে। শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করে। সেই আলোয় সমাজ ও দেশ আলোকিত হয়।
গত ১৮ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে দুই পর্বে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ও শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে ১ম ও ২য় পর্বে মহান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং
কর্পোরেশনের নির্বাহী পরিচালক ড. পীযুষ দত্ত ও সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত। প্রধান বক্তা ছিলেন সিটিবির প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, চবি সহকারি প্রক্টর অধ্যাপক অরূপ বড়ুয়া,
কাউন্সিলর জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্ত, সাবেক উপসচিব দিলীপ কান্তি চৌধুরী, জনতা ব্যাংকের ডিজিএম শম্ভু দাশ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, বাবুল ঘোষ বাবুন, মোহাম্মদ সাহাবউদ্দিন, চন্দনময় নন্দী টিটু, স্বপন কান্তি দাশ, অ্যাড. মুসলিমা ইসলাম রুনা, শহীদুল
ইসলাম (সালাম), সেলিম রহমান, মমতাজ বেগম প্রমুখ। ট্রাস্টের মহাসচিব মাভৈঃ তারানাথ চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নারায়ন চন্দ্র মজুমদার, অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, রাজীব দে শম্ভু, প্রবাল দে। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সিটিবি কালচারাল স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ১৯৬ জন
শিক্ষার্থীকে প্রাইজবন্ড, ক্রেস্ট, সার্টিফিকেট, স্মরণিকা এবং ১৫টি স্কুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।