সিআরবি শিরীষতলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ মহান শিক্ষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ছাত্র সমাবেশের আয়োজন করে। সমাবেশে অতিথি ছিলেন চবি হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক রণজিৎ কুমার দে, ট্রেড ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সহসাধারণ সম্পাদক দিলীপ নাথ। সাংস্কৃতিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলার জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীতের পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ছাত্র ইউনিয়ন, চবির সভাপতি গৌরচাদ ঠাকুর অপু, খালিদ মিরাজ, টিকলু দে, অয়ন সেন গুপ্ত, নিশান রায়, শুভ নাথ, সাজ্জাতুর জামান অভি, মো. মোস্তফা প্রমুখ। বক্তারা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, শিক্ষা আজকে এসি ক্লাস রুমে লাখ টাকায় বিকিকিনি হচ্ছে।
আজকে করোনা পরিস্থিতিতে যেখানে অনেক শিক্ষার্থীর পরিবারে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেতন-টিউশন ফি আদায়ের ক্ষেত্রে ছাড় দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী, সরকারি চাকরিজীবীসহ নানা শ্রেণীর মানুষের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও অলাভজনক বিবেচনায় শিক্ষা ও শিক্ষার্থীগণ বিবেচনার বাইরেই থেকে গিয়েছে। আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে বৈষম্যের চূড়ান্ত রূপ পরিলক্ষিত হচ্ছে শিক্ষাক্ষেত্রে।
সমাবেশ থেকে ছাত্র নেতৃবৃন্দ ৫ দফা দাবি উত্থাপন করেন। সিআরবিতে সকল বাণিজ্যিক স্থাপনা বাতিলের দাবি জানিয়ে সমাবেশে শেষে একটি মিছিল সিআরবি এলাকা প্রদক্ষিণ করে। সমাবেশে গণসঙ্গীত ও কবিতা পরিবেশন করেন উদীচী, প্রমা, মিলেনিয়ার্স, কলরব। প্রেস বিজ্ঞপ্তি।