চট্টগ্রামের শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা আরও দৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত আয়ুব–বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজসহ চার কলেজের পরিচালনা কমিটির সভায়। সভা শেষে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ও আয়ুব–বিবি ট্রাস্টের চেয়ারম্যান, ভূমিদাতা এবং পরিচালনা কমিটির সদস্য আজিম আলী সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। গত সোমবার সন্ধ্যায় চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, আয়ুব–বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান, হাতেখড়ি চসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল্লাহ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ চসিক শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করতে সমাজের প্রভাবশালী ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। দীর্ঘদিন ধরে আজিম আলীর আন্তরিকতা ও নিষ্ঠা অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আজিম আলী বলেন, শিক্ষা শুধু প্রতিষ্ঠান নির্মাণ নয়–এটি মানুষের ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। সমাজ পরিবর্তনে উন্নত শিক্ষাই সবচেয়ে বড় শক্তি। প্রেস বিজ্ঞপ্তি।












