চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সংস্কার ও শিক্ষকদের বেতন–ভাতা বৃদ্ধির দাবিতে স্মারকলিপি পেশ করেছে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ। গতকাল বুধবার নগরীর টাইগারইপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা ছাত্র ইউনিয়নের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে, সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, অয়ন সেনগুপ্ত, ডেনি বিশ্বাস, তানভীর ইলাহী, নুরনাহার আক্তার শিরিন, স্নেহেন্দু বণিক, অরিত্র ভট্টাচার্য্য, স্কুল প্রতিনিধি জীবন, ফাহাদ ও সুভেন্দু।
স্মারকলিপি দেওয়ার সময় মেয়র ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় নেতৃবৃন্দ তার কাছে চসিক অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মেয়র ছাত্র ইউনিয়নের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে ছাত্রনেতারা বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো : সংস্কার জরুরি এমন প্রতিষ্ঠানগুলো পুনঃসংস্কার করতে হবে, স্বাস্থ্যসম্মত টিফিন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদান ও ই–হাজিরা নিশ্চিত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যৌন নিপীড়নবিরোধী শিক্ষক–শিক্ষার্থী সেল গঠন করতে হবে, শিক্ষকের সংখ্যা ছাত্র অনুপাতে বৃদ্ধি করতে হবে, শিক্ষাঙ্গনে ন্যায্যমূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ করতে হবে, সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য কার্ড বরাদ্দ করতে হবে, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ ও উপবৃত্তির ব্যবস্থা বাস্তবায়ন, শিক্ষকদের বেতন–ভাতা বৃদ্ধি ও শিক্ষকবান্ধব সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বুথ স্থাপন ও নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখতে হবে, শিক্ষাঙ্গনকে অস্ত্র, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।