শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

মহামারী করোনাভাইরাসের শক্তি কিছুটা স্থিমিত হয়ে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা ব্যবস্থায় এসেছে পরিবর্তন। বিশিষ্ট শিক্ষাবিদগণ বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলেছেন, শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে মুক্তি দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া দরকার ছিল।
আবার কেউ বলেছেন, করোনার চতুর্থ ঢেউ আসবে বলে শোনা যাচ্ছে। এ অবস্থায় আরও মাস দুয়েক পর্যবেক্ষণ করে তারপর খোলার সিদ্ধান্ত নেয়াটাই সঠিক ছিল।

পূর্ববর্তী নিবন্ধনিঃসঙ্গতা থেকে মুক্তি পাবে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধসম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে