শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষার দাবি

নগর উত্তর ছাত্রসেনার মানববন্ধন

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সারাদেশের ন্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহানগর উত্তরের এক মানববন্ধন কর্মসূচি গতকাল বৃহস্পতিবার ছাত্রনেতা মঈন উদ্দীন কাদেরীর সভাপতিত্বে নগরীর চেরাগি পাহাড় চত্বরে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ বেলাল রেযার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর আহবায়ক কমিটির সদস্য সোহাইল উদ্দীন আনছারী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ হাবিবুল মুস্তফা সিদ্দিকি, মুহাম্মদ ফরিদুল ইসলাম, আব্দুল্লাহ আল জাবের, শিহাব উদ্দীন, জহির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম ইয়াছিন। বিশেষ বক্তা ছিলেন আদনান তাহসিন আলমদার।
বক্তারা বলেন অন্যান্য যেসব দেশে করোনা পরিস্থিতি আমাদের চেয়ে ভয়াবহ, সেখানেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। দেশের হাটবাজার, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের কার্যকর কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। কিন্তু দীর্ঘ প্রায় এক বছরের অধিক সময় ঘরে বসে থাকার ফলে তাদের যে মেন্টাল ট্রমা তৈরি হয়েছে, তারা যে ইন্টারনেটে আসক্ত হয়ে যাচ্ছে, এই ক্ষতি অপূরণীয়। শিক্ষার্থীদের নিয়ে সরকার যেভাবে ভাবছে, সেই ভাবনাটাই তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। প্রেস বিজ্ঞপ্তি।
বক্তারা আরো বলেন বর্তমানে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী দূরশিক্ষণ কার্যক্রমের বাইরে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পিছিয়ে থাকা জনগোষ্ঠি আরও পিছিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, বাল্যবিয়ে বেড়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ইয়াবাসহ মহিলা আটক
পরবর্তী নিবন্ধক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ১১১ কোটি টাকার চেক বিতরণ