শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে সরকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে

পটিয়া সরকারী কলেজে ৬ তলা ভবন উদ্বোধনে হুইপ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৫ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা খাতে বৈপ্লবিক সাফল্য অর্জিত হয়েছে। সরকার এ খাতের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। তবে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো গুরুত্বসহকারে পাঠদানের প্রতি আহ্বান জানান তিনি। হুইপ বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। কারন যৌতুক প্রথা বন্ধ করতে হলে প্রত্যেক নারীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে হবে। স্মার্ট দেশ গড়তে আগামী প্রজন্মকে সুশিক্ষা ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার পটিয়া সরকারী কলেজের নবনির্মিত ৬ তলা বিজ্ঞান ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, উপাধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক দিদারুল আলম, প্রকৌশলী খায়রুল হাসান, আবু সালেহ চৌধুরী, আবদুল খালেক, এম. এজাজ চৌধুরী, মিজানুর রহমান, আবু তৈয়ব সোহেল, আরাফাত শাকিল, গিয়াস উদ্দিন সাব্বির, আবদুল হান্নান, মোহাম্মদ রুবেল, এস এম তানিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে
পরবর্তী নিবন্ধআশপাশের কম সৌভাগ্যবান মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান