শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত হিউম্যান রাইটস্ পিস এ্যাওয়ার্ড-অর্জন করেছেন। গত শনিবার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা সেগুনবাগিচা, ঢাকায় এশিয়া হিউম্যান রাইট্স ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস্ পিস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সংগঠনের সভপতি মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও মহাসচিব মো. আরকে রিপনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয় অতিরিক্ত সচিব শহীদুর হারুন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক সজল কুমার দত্ত হিউম্যান রাইটস্ পিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।