শিক্ষা ও সমাজ উন্নয়নে রফিক আহমদের অবদান স্মরণীয় হয়ে থাকবে

আনোয়ারায় শোকসভায় বক্তারা

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় শিলাইগড়ার সন্তান, সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট রফিক আহমদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর শিলাইগড়া গণপাঠাগার হলরুমে শোকসভার আয়োজন করা হয়।

আয়োজন কমিটির আহ্বায়ক আখতারুন নবী চৌধুরীর সভাপতিত্বে এবং মো. লোকমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল খালেক শওকী।

বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রূপণ কান্তি শীল, লেখক জামাল উদ্দিন, পাহাড়তলী কলেজের সাবেক অধ্যক্ষ মকছুদুর রহমান চৌধুরী, মরহুমের জামাতা মো. মহসিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মো. সেকেন্দার বাদশা, সাবেক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এম এ ফয়েজ, অ্যাডভোকেট আবু তাহের, আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, মরহুমের কন্যা অ্যাডভোকেট রাবেয়া ফেরদৌসী মায়া, বরুমছড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মনসুর, গণপাঠাগারের সাবেক সভাপতি নুরুল আমিন, সৈয়দ আবু তাহের। বক্তারা বলেন, অ্যাডভোকেট রফিক আহমদ ছিলেন সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার প্রতীক। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। পরে প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক শওকীর দোয়ামোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র দত্ত
পরবর্তী নিবন্ধপাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল