আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন চন্দনাইশ পশ্চিম চর-বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসা ও হাজী মফজল-রওশন হেফজখানা-ইয়াতিমখানার ৪র্থ ছালানা জলসা গতকাল সম্পন্ন হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি শের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন। তিনি বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। প্রত্যেক অভিভাবক মহল ও শিক্ষাবিদদের উচিৎ শিক্ষকদের যথাযথ সম্মানসহকারে মূল্যায়ন করা। স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম। হাজী মুহাম্মদ ফেরদৌস আলম ও মাওলানা কমরুদ্দীন নূরীর পরিচালনায় প্রধান ওয়েজিন ছিলেন কাজী মঈনুদ্দীন আশরাফী। প্রধান বক্তা ছিলেন পেয়ার মোহাম্মদ (কমিশনার)। বিশেষ অতিথি ছিলেন, কমর উদ্দীন সবুর, মুহাম্মদ আবদুল্লাহ, মাস্টার মুহাম্মদ হাবিব উল্লাহ, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান, জিএম শাহাদত হোছাইন মানিক, সাংবাদিক গোলাম সরোয়ার। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জাবেদ গউচ মিল্টন।
উপস্থিত ছিলেন, মুহাম্মদ মঈন উদ্দীন রুপন, মাওলানা ক্বারী ফেরদৌসুল আলম খান আলকাদেরী, মামুন উদ্দীন সিদ্দিকী, আনোয়ারুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।