শিক্ষকদের সম্মান ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ

যীশু সেন | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকরা সমাজের প্রাথমিক স্তরের উন্নয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানে অপরিসীম। শিক্ষক জাতির পথপ্রদর্শক, গঠনকারী, উন্নয়নের প্রধান কারিগর ও রূপকার। তারা ছাত্রদের শুধুমাত্র পাঠ্যবইয়ের পাঠ শেখান না বরং তাদের জীবনদৃষ্টি, নৈতিকতা, মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ব বোধও জাতিকে তৈরি করেন। একজন শিক্ষকের প্রভাব ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব গঠনে তাদের চিন্তাভাবনা উন্নয়নে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে অনেক গভীর। শিক্ষকরা জাতির মেধা ও চেতনার উৎকর্ষের জন্য কাজ করেন। তাই তাদের অবদান জাতি গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনমুখী শিক্ষা ও দক্ষতা প্রদানে বাবা মায়ের পর শিক্ষক। কারণ তারা শিশুদের মৌলিক শিক্ষা থেকে শুরু করে নানা দক্ষতা, বিজ্ঞান, গণিত, ভাষা এবং নৈতিক শিক্ষা প্রদান করে। কিন্তু সমপ্রতি সময়ে আমরা দেখতে পাই ছাত্রছাত্রীরা শিক্ষকদের জোরপূর্বক চাকরিচ্যুত করা, এমনকি পিটিয়ে জেলে পাঠানো, জুতার মালা পরানো, কান ধরে ওঠ বস করানো, অপমানে প্রাণনাশসহ বহু ঘটনা ঘটছে আমাদের দেশে। শিক্ষক অপমান করলে সমাজ ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, সমাজে শৃঙ্খলার অভাব হবে, মানসিক ও সামাজিক প্রভাব পড়ে, বিশ্ববিদ্যালয় ও স্কুলের সম্মান ক্ষুণ্ন হয়, শিক্ষকের কাজের প্রতি আগ্রহ কমে যায়, শিক্ষার মান হ্রাস পায়, বেকারত্ব বৃদ্ধি পায়, সামাজিক অসমতা ও দেশের উন্নয়ন ব্যাহত হবে। সার্বিকভাবে শিক্ষক অপমান হলে শিক্ষার গুণগতমান কমে যায়। সমাজ ও দেশে অশান্তি বাড়ে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করে সুতরাং শিক্ষককে সম্মান জানালে পুরো সমাজে এবং জাতির জন্য লাভজনক। সুস্থ, সুন্দর, মসৃণ, নৈতিক এবং উন্নত দেশ গঠনে শিক্ষকদের সম্মান ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ সড়ক চাই
পরবর্তী নিবন্ধগণতন্ত্রহীনতা ও বৈষম্য স্বাধীনতার অর্জনকে মলিন করেছে