শিক্ষকদের বেতন দিতে আজ খোলা থাকবে ৪ ব্যাংক

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনভাতা পরিশোধের জন্য আজ শুক্রবার চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লেনদেন কার্যক্রম চালু থাকবে। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। তবে জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। খবর বাংলানিউজের। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্রবার (২৮ মার্চ) এ সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হবে এবং অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধতিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির ছুটি
পরবর্তী নিবন্ধলালখান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আমির খসরু