বগুড়ার নন্দীগ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষককে নির্যাতন ও গোপালগঞ্জ শিক্ষা অফিসার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হয়রানি করেন। এর প্রতিবাদে প্রধান শিক্ষক পরিষদ (প্রশিপ) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিষদ (প্রশিপ) মহানগরের সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি মো. আক্তার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুকুমার দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক রোমা বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মৃদুল কান্তি বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হোসাইন মুরাদ, কার্যকরী কমিটির সদস্য জিয়াউদ্দিন, শাহাদাত হোসেন, শাহিনুর আক্তার, মানিক বৈদ্য, আশরাফুল ইসলাম, নুরুল কাদের, আব্দুর রহিম, মাহফুজুর রহমান, আমির হোসেন, সোহেল, সাইফুল, মো. আজম ও উদীচী শিল্পগোষ্ঠী চট্টগ্রাম জেলা সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












