শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত ১৮ জানুয়ারী আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবনে অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা ছিলেন শিক্ষক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিটিএ কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাসেম, সহ সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি রণজিৎ কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য হারুন অর রশীদ, শামীম আল মামুন, মীর মনিরুজ্জামান। বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী। বক্তব্য রাখেন নুরুল হক সিদ্দিকী, তাপস চক্রবর্তী, ফিরোজ চৌধুরী, ভদ্র সেন চাকমা প্রমুখ। শেষে মো. ওসমান গনীকে সভাপতি ও শিমুল কান্তি মহাজনকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার কার্যকরী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি চিটাগাং আর্বান কো-অপারেটিভের ১০২তম বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধশেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলনমেলা