হাটহাজারীর মির্জাপুর গ্রাম নিবাসী শিক্ষাবিদ প্রদীপ কুমার বড়ুয়া (৭৫) গত বৃহস্পতিবার দিবাগত রাত নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবদ নানা জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়দিন পূর্ব তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার মির্জাপুর গৌতমাশ্রম বিহারের সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে প্রয়াতের অনিত্য সভা শেষে স্থানীয় শ্মশানে প্রয়াতের অন্ত্যেস্টিক্রিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সম্পন্ন করা হয়।