শিক্ষক নেপাল চন্দ্র বণিকের পরলোকগমন

তথ্যমন্ত্রীর শোক

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, হরিহর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি নেপাল চন্দ্র বণিক (৭০) গত ৫ নভেম্বর রাতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তিনি ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান। উল্লেখ্য, প্রয়াত নেপাল চন্দ্র বণিক হরিহর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও একজন পল্লী চিকিৎসক ছিলেন। তাঁর মৃত্যুতে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এরশাদ মাহমুদ, হরিহর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শ্যামল কুমার ধরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে দুই নারীর মৃত্যু টেক্সিকে চাপা দেওয়া সেই বাস চালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ৩ শতাধিক শিক্ষার্থী পেল ডেন্টাল সেবা ও উপহার