আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন প্রকাশ ছোট হুজুর (৫৮) গত শুক্রবার রাত সাড়ে ১০টায় বটতলীস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। গতকাল শনিবার বাদ যোহর নামাজে জানাজা শেষে তাকে বটতলী শাহ মোহছেন আউলিয়া (রা.) ডিগ্রী কলেজ মাঠে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ.মালেক, ওসমান গণী, এডভোকেট ইমরান হোসেন বাবু প্রমুখ পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।












