আলোকবাতিটা না জ্বালালে হয় না দূর আঁধার
আলোটা যে জ্বালিয়ে দেন তিনিই শিক্ষক সবার।
মনের কালো দূর করেন শিক্ষকই প্রতিদিন
জীবন দিয়ে শুধতে হবে শিক্ষাগুরুর সে ঋণ।
বাবামার পরেই তাঁদের পাই যেনো বাবামাই
নিজে জ্বলে জ্বালায় ছাত্রদের মনের আলোটাই।
আলো জ্বালবার দায় যার তিনি শিক্ষক সবার
ছাত্রমনে জ্ঞানের আলো বাড়ানো তাঁর কারবার।
ছাত্র তাঁর বড়ো হোক এইভেবে ভুলে দুঃখ শোক
প্রত্যাশা শুধু আঁধার ঠেলে ওরা ভালো মানুষ হোক।
শিক্ষক ভাবেন ওরা মানুষ হবে গড়বে দেশ
গর্ব ভরে বলবে তোরা দেশাটাকে ভালো রাখিস।
জগতের যত ছাড় শিক্ষকই শুধু পারে দিতে
বিপত্তি বাধে শিক্ষকের ন্যায্য প্রত্যাশা পাওয়াতে।