শিকারির ফাঁদে দুই হরিণ, একটিকে জীবিত উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে শিকারিদের ফাঁদে আটকা পড়া দুই চিত্রা হরিণ উদ্ধার করেছে উপকূলীয় বনবিভাগ। উদ্ধারকৃত হরিণের মধ্যে একটি মারা গেলেও অপরটিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল উপজেলার সৈয়দপুরের বগাচতর এলাকায় এ ঘটনা ঘটে।

বগাচতর উপকূলীয় বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, সোমবার (গতকাল) দুপুর ১২টার দিকে বগাচতর উপকূলে কেওড়া বনে শিকারিদের ফাঁদে আটকা পড়ে ২টি চিত্রা হরিণ।

স্থানীয় এক কৃষক তা দেখে বন বিভাগকে খবর দেন। বন বিভাগের লোকজন ছুটে এসে হরিণ দুটিকে উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসে। তার মধ্যে একটি হরিণ মৃত ছিল, অপর আহত হরিণটি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে পাঠায় তারা। এ সময় ঘটনাস্থলে শিকারিদের কাউকে পাওয়া না গেলেও ফাঁদগুলো জব্দ করা হয়। হরিণ দুটির ওজন প্রায় একশত কেজি। ধারণা করা হচ্ছে, কেওড়া ফল খেতে আসলে শিকারিদের ফাঁদে আটকে যায় হরিণ দুটি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. তাহমিনা আরজু বলেন, বন বিভাগের লোকজন আহত অবস্থায় একটি হরিণ নিয়ে আসেন। আমরা তার চিকিৎসা দিয়েছি। আগামীকাল সিভাসুতে (চট্টগ্রাম ভোটেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়) উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরার্মশ দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধসম্মান-শ্রদ্ধা নিয়ে বিদ্যালয় থেকে বিদায় নিলেন তিনি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো