শিকলবাহা খালে একদিনের ব্যবধানে আরেক লাশ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

পটিয়া ও কর্ণফুলীর মধ্য দিয়ে প্রবাহিত শিকলবাহা খালে একদিনের ব্যবধানে ভেসে উঠল আরেক অজ্ঞাত ব্যক্তির লাশ। গতকাল রবিবার সকালে পটিয়ার শিকলবাহা খালের কালারপোল এলাকায় আনুমানিক ৪৫ বছর বয়সী এ ব্যক্তির ভাসমান মরদেহটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ।
উল্লেখ্য, একইভাবে আগের দিন গত শনিবার সকালে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। দুইটি লাশই ভাসতে দেখলে স্থানীয়রা খবর দিলে নৌ পুলিশের টহল দল এসে উদ্ধার করে। আগের দিন উদ্ধার করা লাশের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান জানান, মৃতদেহের সুরতহাল করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিবিআই ও সিআইডি ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় স্থগিত হওয়া ৪ কেন্দ্রে ভোট আজ
পরবর্তী নিবন্ধসৈকতে মরা মাছ ও প্রাণী ভেসে আসার কারণ কী