শিকলবাহা খালে অজ্ঞাত ব্যক্তির লাশ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

পটিয়া ও কর্ণফুলী উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত শিকলবাহা খাল থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম সদরঘাট থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার শিকলবাহা খালের ভেল্লাপাড়া ব্রিজের কাজ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদরঘাট থানার পুলিশ পরিদর্শক এবিএম মিজানুর রহমান।
তিনি জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। ভাসমান মরদেহের পরনে জিন্সপ্যান্ট ও গেঞ্জি ছিল। উচ্চতা প্রায় সাড়ে ৫ ফুট হলেও দীর্ঘদিন খালে ভাসার কারণে ফুলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন বা গায়ের রং পরিস্কার করে বুঝার উপায় ছিল না। তবে লাশের সুরতহাল রিপোর্ট করার সময় এটি কোনো সনাতন ধর্মাবলম্বীর লাশ হবে বলে ধারণা করেছেন পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

পূর্ববর্তী নিবন্ধজেলা নৌ স্কাউটের প্রশিক্ষণ কোর্স ও তাঁবু জলসা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচবি চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোর বরণ ও বিদায় সংবর্ধনা