কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দাশপাড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া ৮ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন। গতকাল শনিবার সকাল ১১টায় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জরুরি ভিত্তিতে গৃহনির্মাণ সামগ্রী প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরিদর্শকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত,
বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, ত্রাণ ও পুনর্বাসন সচিব শিক্ষক অজিত আইচ, সহ–মহাসচিব বিশ্বজিৎ পালিত, শিল্প ও বাণিজ্য সচিব সুভাষ দাশ, অধ্যাপক শিপুল কুমার দে, রাজীব দাশগুপ্ত, উজ্জ্বল শুক্লদাশ, রূপন চৌধুরী, রাজীব সুশীল ও স্থানীয় ইউপি সদস্য মো. কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











