মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক গতকাল বুধবার শাহ্ মোহ্েছন আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষক–কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল, শুভেচ্ছা অভিবাদন জানান শিক্ষক প্রতিনিধি, সহকারী অধ্যাপক অরুণ কান্তি দত্ত।
আলোচনায় প্রফেসর মো. জাহেদুল হক শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণের পথ দেখান। তিনি কলেজের বঙ্গবন্ধু কর্ণার, শহীদ মিনার, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাবসমূহ এবং কলেজের আয়–ব্যয় ও হিসাব রক্ষণ পদ্ধতি নিরীক্ষণ ও পরামর্শ দেন। কলেজের ফাণ্ড সাপেক্ষে প্রতিষ্ঠানিক উৎসব বোনাস প্রদানের সুপারিশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহপাঠক্রমিক শিক্ষা কার্যক্রম কমিটির আহ্বায়ক সহকারী মোহাম্মদ মাইন উদ্দিন, সহকারী অধ্যাপক নুরুন নাহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











