চিটাগাং ক্লাবের নির্বাচনে শোভন এম শাহাবুদ্দিন (রাজ) ৪০৩ ভোট পেয়ে চেয়ারম্যান এবং মোহাম্মদ সৈয়দুল আনোয়ার (ফরহাদ) ৫৮৯ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ক্লাবের সর্বমোট ১,৯৯২ জন ভোটারের মধ্যে ১,০৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০টি, ভাইস চেয়ারম্যান পদে ১৭টি এবং কমিটি মেম্বার পদে ৩১টি ভোট নষ্ট হয়েছে।
নির্বাচনে জেনারেল কমিটির ৯ জন মেম্বার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম (৮৯০ ভোট), মোহাম্মদ জাবেদ হাসেম নান্নু (৮৮৪ ভোট), এম মাহতাব উদ্দিন হুমায়ুন (৮২৭ ভোট), এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি (৮২০ ভোট), শেখ হাসান জামান চৌধুরী (৭৮৯ ভোট), তৌফিক ফরহাদ নূর (৭৭৩ ভোট), দিলদার আহমেদ (৭২৭ ভোট), মোহাম্মদ কামরুল ইসলাম (৭২২ ভোট) এবং মোহাম্মদ মহিউদ্দীন (৭২১ ভোট)।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী অপর তিন প্রার্থীর মধ্যে ফিরোজ আহমেদ ৩৬৯ ভোট, প্রফেসর ডা. সাইফুদ্দিন তারেক ২২৩ ভোট এবং সুলতানুল আবেদীন চৌধুরী ২৬ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে অপর প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ) পেয়েছেন ৪২৭ ভোট।
জেনারেল কমিটি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বী অপর তিন প্রার্থী মনজরুল আলম পারভেজ ৬৮০ ভোট, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মানিক ৬৩২ ভোট এবং শহীদ নঈম সুমন ৫৫৩ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, চিটাগং ক্লাব লিমিটেড‘র ২০২৩– ২০২৪ এর কার্যকরী কমিটির ১৪৫তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৪–২০২৫ এর কার্যকরী কমিটির নির্বাচন গতকাল বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়।