চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এ.এস.এম বদরুল আনোয়ার বলেছেন, চট্টগ্রামে বিএনপি পরিবারের দীর্ঘদিনের পরীক্ষিত, তৃণমূল থেকে ওঠে আসা ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তারের ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে একটি মহলের ইশারায় মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে আসলাম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেনসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। অন্যথায় চট্টগ্রাম থেকেই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে।
তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের মুক্তি ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন চাকসু ভিপি মো. নাজিম উদ্দীন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এনামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।