নগর, উত্তর ও দক্ষিণ যুবদলের গণমিছিল : চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ প্রতীকের সমর্থনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের যৌথ উদ্যোগে নগরীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর জমিয়তুল ফালাহ এলাকা থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চলনায় অনুষ্ঠিত গণমিছিল শেষে নগরীর টাইগারপাশ মোড়ে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, কেন্দ্রিয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, ইউসুফ বিন জলিল, নূরুল ইসলাম নয়ন, মাহফুজুর রহমান মিনার, এড. আজিজুর রহমান। বক্তব্য রাখেন, হাসান জসিম, শাহজাহান, আজগর, এসএ মুরাদ চৌধুরী, ইকবাল হোসেন, আজমল হুদা রিংকু, নুর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, সাহাবুদ্দিন হাসান বাবু, ম হামিদ প্রমুখ।
চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ: চসিক নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন বিভিন্ন রেস্টুরেন্ট, স্টেডিয়াম পাড়া, কফিশপ, বিপণী বিতান, ষোলশহর চিটাগাং শপিং, মিনা বাজার, বিপ্লব উদ্যান, আফমি প্লাজা, মিমি সুপার, কল্লোল মার্কেট, মুন্নি প্লাজায় প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ। চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ সংগঠক সৌরভ প্রিয় পাল ও সাজ্জাদ হোসেন খাঁনের যৌথ নেতৃত্বে প্রচারণায় আরো উপস্থিত ছিলেন এডভোকেট ফরিদা আক্তার, জান্নাতুল নাঈম রিকু, শরিফুল ইসলাম জুয়েল, ফরিদা ইয়াসমিন, হাফেজ মোস্তাফিজুর রহমান ইস্তফা, মো. হাবিব, নাঈম, শারমিন আজম। তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী এ প্রচারণায় ডা. শাহাদাত হোসেনকে চট্টলবন্ধু অভিহিত করে একজন ক্লিন ইমেজ ও প্রার্থী হিসেবে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের সমর্থনের কথা জানিয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।