খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া ও ফাউন্ডেশনের উদ্যোগে ১০দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের শেষ দিনে শাহ সুফি আমানত খান (রহ) জামে মসজিদে শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান ছিলেন আওলাদেপাক মোতোয়াল্লী শাহজাদা ফরিদ উদ্দিন আলী খান। আলোচনায় অংশ নেন মো. ওমর ফারুক, মো. আব্দুল মান্নান আশরাফী, মাওলানা মো. তবারক। নাতে রাসুল পরিবেশন করেন শায়ের মো. মুনিরুল ইসলাম কাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ খান, ফরহাদ খান, পায়েস খান, সামির খান, মাহির খান, রুম্মান খান, প্রফেসর মো. আবুল কালাম খান, মো. মুনিরুল ইসলাম অপু,সহিদজামান প্রমুখ। বক্তারা বলেন, হজরত ইমাম হোসাইন (রা.) ইসলামের শত্রুদের বিরুদ্ধে মাথা নত না করে নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। বক্তারা কারবালার শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করার জন্য সকলের প্রতি আহবান জানান। মোনাজাত পরিচালনা করেন আলহাজ ইজাজ উদ্দিন আজীম খান। প্রেস বিজ্ঞপ্তি।