শাহবাগে চাকরি প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপের পর শাহবাগ থেকে সরেছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী আন্দোলনকারীরা। বিকেলের দিকে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান। পরে এলাকাটিতে যান চলাচল স্বাভাবিক হয়। খবর বিডিনিউজের। এর আগে দুপুর দেড়টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকলে আন্দোলনরতদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিপেটা করে। এ সময় সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাওয়া যায়। আন্দোলনে থাকা অনেকে জলকামান ও লাঠিপেটার মুখে অবরোধ বহাল রাখতে চেষ্টা করেন। তবে পুলিশের টিয়ারশেল নিক্ষেপের পর সড়ক ছাড়েন তারা।

গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হাই কোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেওয়া হয়। এ অবস্থায় গতকাল সোমবার দুপুরের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহাবাগে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা।

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি ‘বৈষম্যমূলক’। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে। এদের একজন তালুকদার পিয়াস বলেন, নিয়োগ দিয়েও পরে আমাদের ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করেছে আদালত। আমরা নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে শাহবাগ অবরোধ করেছি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ও পেকুয়ায় ৪ ইটভাটায় অভিযান, জরিমানা