শাহসুফি মাওলানা এম কে. ঈছা আহমেদ নকশাবন্দীর (রহঃ) ২৩ তম বার্ষিক ওরশ উপলক্ষে ‘সুফিবাদই বিশ্বশান্তির পথপ্রদর্শক’ শীর্ষক এক সেমিনার, বার্ষিক ওরশ ও আধ্যাত্মিক সঙ্গীত মাহফিল গত ২৮ নভেম্বর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঈছা মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির সিনিয়র সহ–সভাপতি আফাজুর রহমানে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি মাইজভান্ডার শরীফ গাউছিয়া রহমানিয়া গনি মঞ্জিলের সাজ্জাদানশীন প্রফেসর শাহছুফি সৈয়দ শফিউল গণি চৌধুরী মাইজভান্ডারী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। বিশেষ আলোচক ছিলেন গবেষক মুজিবুর রহমান। সংগঠক শওকত আলী সেলিমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন খায়ের মঞ্জিল দরবার শরীফের সভাপতি মোস্তাফা কামাল মানিক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দরবার শরীফের সাধারণ সম্পাদক নুরুল হোসেন, সহ–সভাপতি শামসুল করিম লিটন। তাঁরই রচিত আধ্যাত্মিক সংগীত মাহফিলে সঙ্গীত পরিবেশন করেন আলাউদ্দীন কাওয়াল, বাউল মোজাহের, উম্মে কাউছার নিঝুম প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইসলাম সবসময় শান্তি, সমপ্রীতি, ঐক্য, সৌহার্দ্য ও শৃঙ্খলিত জীবনবোধ উপহার দিয়ে থাকে। আর সুফিবাদ সবসময় বিশ্বশান্তির পথপ্রদর্শক হিসেবে যুগ যুগ কাজ করে যাচ্ছে। সুফিবাদের আদর্শ বাস্তবায়নে আমাদেরকে আরো বেশি সুশৃঙ্খল জীবনের অধিকারী হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।