শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের রক্তদান কর্মসূচি

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

আসন্ন রমজানে অসুস্থ রোগীদের রক্তের চাহিদা মেটাতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় ও শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের নোয়াজিষপুর ইউনিট ইউনিট কমিটি, ধলই ইউনিট কমিটি ও কর্নেলহাট শাখার উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার রাউজানের নোয়াজিষপুর, হাটহাজারীর ধলই ও নগরের কর্নেলহাট এলাকায় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর (শাহ এমদাদীয়া) নোয়াজিষপুর, ধলই ও কর্নেলহাট শাখার ব্যবস্থাপনায় রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র।

উক্ত কর্মসূচিতে মোট ৬০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং ৩ শতাধিক লোকের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বলে জানান শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, এএম কামাল উদ্দিন, নুরুল আনোয়ার চৌধুরী, শেফায়েতুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতপন কান্তি বড়ুয়া
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল রায়হানের শোক সভা আজ