পরিবেশ সুরক্ষা, বৈশ্বিক উষ্ণতা রোধ ও বজ্রপাত প্রতিরোধে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসাস ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী উপজেলার ধলই এলাকায় তাল গাছের বীজ ও চারা রোপণ করা হয়েছে।
শনিবার সকালে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) ধলই দায়রা শাখার উদ্যোগে এবং মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ধলই ইউনিট ও তাকদীস এর সহযোগিতায় ধলই দায়রা ভবনের সামনে ও ধলই দরগাহ রাস্তা–সমিতিরহাট সড়কের দুই পাশে শতাধিক তাল গাছের বীজ ও চারা রোপণ করা হয়। এ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) ধলই দায়রা শাখার সাবেক সহ–সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। অতিথি ছিলেন মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, ধলই দায়রা শাখার উপদেষ্টা ইলিয়াস হোসেন শরীফ, দিদারুল আলম চৌধুরী ও গুলজার হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন ধলই দায়রা শাখার দপ্তর সম্পাদক মো. ইমতিয়াজ ইবেন আসগর, মো. এরশাদ শরীফ, মো. রিয়াদ শরীফ, মো. কুতুব উদ্দিন শরীফ, মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. তাশরিকুর রহমান, মো. নেওয়াজ উদ্দীন, মো. সায়েম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।