বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ ই জাহান চৌধুরীর ইন্তেকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধা শাহ-ই-জাহান চৌধুরীর ইন্তেতালে গভীর শোক প্রকাশ করেছেন। গত ৩ নভেম্বর এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার শাহ ই জাহান চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।