শাহ আমানতেও বসবে আরটি-পিসিআর ল্যাব

আজাদী অনলাইন | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য দ্রুত আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ শনিবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলানিউজ

তিনি বলেন, “দুই বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। খুব দ্রুত স্থাপনের কার্যক্রম শুরু হবে। যাত্রীর সংখ্যা বিবেচনা করে চট্টগ্রামের বিমানবন্দরে আগে বসবে।”

সকালে বিমানযোগে তিন দিনের সফরে সিলেটে পৌঁছান মন্ত্রী। এরপর প্রথমে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে দলের বর্ধিত সভায় যোগ দেন তিনি।

প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব বসানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরসা ক্যাম্পে কাজ করতে দেয় না
পরবর্তী নিবন্ধলালখান বাজারে আগুনে পুড়েছে বসতঘর