চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন সময় জব্দ হওয়া স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে গতকাল জমা দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। তবে কি পরিমাণ স্বর্ণ জমা দেয়া হয়েছে, তা জানাতে রাজি হননি কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে গত মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসের কাস্টডিয়ান শাখার কর্মকর্তারা দিনভর জব্দকৃত স্বর্ণের ইনভেন্ট্রি সম্পন্ন করেন।
কাস্টমসের কাস্টডিয়ান শাখার এক কর্মকর্তা বলেন, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউস থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কাস্টমসের কাস্টডিয়ান রক্ষিত স্বর্ণ তড়িঘড়ি ইনভেন্ট্রি করে সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হয়।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ–কমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি দৈনিক আজাদীকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিধান মেনে আমরা জব্দকৃত বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার কথা। কারণ অনেক স্বর্ণের মামলা থাকে, তখন বিচার আদেশের জন্য অপেক্ষায় থাকতে হয়। তাই আমরা মাসে মাসে স্বর্ণ জমা দিয়ে থাকি।
কি পরিমাণ স্বর্ণ জমা দেয়া হয়েছে জানতে তিনি বলেন, স্বর্ণের পরিমাণ আসলে বিষয় নয়। আমরা অল্প কিছু স্বর্ণ রেখেছি, যেগুলো প্রয়োজনে রাখতে হয়েছে। বাকিসব স্বর্ণ জমা দেয়া হয়েছে।