‘শাশ্বত মুজিব’ স্মরণিকার লেখকদের সম্মাননা জানালো পোর্ট সিটি ইউনিভার্সিটি

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পোর্ট সিটি ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত ‘শাশ্বত মুজিব’ স্মরণিকার লেখকদের সম্মাননা অনুষ্ঠান গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লেখকদের হাতে পুরস্কার ও সম্মানীর চেক তুলে দেয়ার পর সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার বলেন, বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, যাতে সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করে এই দেশটির স্বাধীনতা এসেছে।
সেই মহান নেতার মহাপ্রয়াণ স্মরণ করে স্মরণিকা প্রকাশ করার মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগকে শিক্ষার্থীসহ সকলের মাঝে ছড়িয়ে দিতে কাজ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের ছাত্ররা নেতৃত্ব দিবেন, ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়তে লড়বেন এই আমাদের দৃঢ় বিশ্বাস। এই লক্ষ্য বাস্তবায়নেই পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মফজল আহমেদ, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন মোহাম্মদ ইউনুস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন চ বি ইংরেজী বিভাগের অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নেয়ামত উল্যাহ ভূঁইয়া সহ সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঘাইছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার তিন আসামি আটক