সুনামগঞ্জের শাল্লায় হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, হেফাজতসহ সরকারদলীয় সন্ত্রাসীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধের দাবিতে গত সোমবার নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলা শাখা। বামজোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুচ্ছফা ভুঁইয়া, আকরাম হোসেন, রায়হানউদ্দিন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার যখন সাড়ম্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, তখনো এদেশে সংখ্যালঘু ধর্মীয় সমপ্রদায় ও জাতিসত্তার মানুষরা নিরাপদ নয়। শুধুমাত্র ধর্মীয় ও জাতিগত পরিচয়ের কারণে তাঁদের গণহারে আক্রমণ ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। হেফাজতর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার সরকারি দলের লোকেরা শাল্লার আক্রমণের সাথে যুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।