শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ভলিবল প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়। সমাপনী খেলায় ইমরানুর রহমান হাউজ ২১ সেটে হামজা চৌধুরী হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ইসমাইল কুতুবী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ শোয়াইব ও ক্রীড়া সংগঠক শামীম আহমেদ। কলেজের প্রভাষক সাইফুল্ল্যা মুনিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আন্তঃহাউজ মহাসচিব জহিরুল ইসলাম, প্রভাষক চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ ও শ্যামলী রাণী ভৌমিক।

পূর্ববর্তী নিবন্ধপিছিয়ে গেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধটিএসপি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন