নদীর ধারে বকুলতলায়
দুলছে কাশের ফুল
ঝুলছে গাছে জলপাই তাল
চালতা হুলুস্থুল।
তুলতুলিদের বাড়ির পাশেই
বকুলতলার মাঠ
ধূপ–প্রদীপেই হয় সেখানে
জাগরণীর পাঠ।
জাগরণীর দৈব টানে
তুলতুলিদের খুশির বানে
ত্রিনয়নী দুর্গা মাতা
নাচবে দোদুল দুল।
স্বর্গ দুয়ার মুক্তি পাবে
অসুর শক্তিমূল
শিউলী ফুলের হাট বসেছে
শারদ নদীর কূল।