ইয়ুথ ওয়েলফেয়ার মিশন–বাংলাদেশের ১০ম শারদ উৎসব সীতাকুণ্ডের শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধ্যম সোনাইছড়ির ত্রিপুরা পল্লী, বগুলা বাজার এলাকার পাহাড়ী জুম্মুপাড়া ও দক্ষিণ মাহমুদাবাদ এলাকার প্রায় দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু–কিশোরের মাঝে নতুন পোশাক বিতনণ করা হয়। সংগঠনের সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে ও নয়ন মজুমদারের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ গোবিন্দ ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমন শর্মা। অতিথি ছিলেন সঞ্জয় সরকার, সম্পদ তালুকদার, দেবদ্বীপ পাল, ক্লিনটন চৌধুরী, সঞ্জয় সরকার। বক্তব্য রাখেন সৌরভ ধর, সুয়েল বণিক সৌরভ, নিশান দাশগুপ্ত, অনিক কুমার ধর, শ্রীনাথ দাশ, প্রসেনজিৎ পালিত, কনক শর্মা প্রমুখ। বক্তারা ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে ছোট্ট শিশুরা কবিতা আবৃত্তি, গান, নাচ পরিবেশন করেন। এছাড়াও গত ২৩ সেপ্টেম্বর ২য় পর্যায়ে বোয়ালখালীর অদ্বৈতানন্দ মঠ ও মিশন ও বাঁশখালীর জঙ্গলখাইন শ্মশান কালী মাতৃ সেবাশ্রমের অনাথ শিশুদের মাঝে উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।