শামির ৭ উইকেটে ফাইনালে ভারত

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ১২:৩২ পূর্বাহ্ণ

মোহাম্মদ শামির সবকিছু স্বপ্নের মতোই লাগতে পারে! তার হাত থেকে ছোঁড়া প্রত্যেক বলেই যেন উইকেটের আভাস পাওয়া যাচ্ছে। শুরতেই ২ উইকেট নিয়ে ভারতকে এগিয়ে দিলেন তিনি। এরপর ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ড যখন ঘুরে দাঁড়াল, তখন আবার ডানহাতি পেসার শামি হাজির এক ওভারে ২ উইকেট নিয়ে। শেষদিকে আরও ৩ উইকেট তুলে একাই ৭ উইকেট শিকার করে ফেললেন!

বুধবার মুম্বাইয়ে শামির ৫৭ রানে ৭ উইকেটের অসাধারণ বোলিং ফিগারে চড়েই ভারত পেয়েছে ৭০ রানের জয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের আসরের প্রথম সেমিতে স্বাগতিকদের ৪ উইকেটে ৩৯৭ রানের জবাবে কিউইরা ৪৮.৫ ওভারে অলআউট হয়েছে ৩২৭ রানে।

এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। ঘরের মাঠে ২০১১ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও সেই হাতছানি রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সামনে। সব মিলিয়ে চতুর্থবার শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিল ভারত। আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে তারা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

পূর্ববর্তী নিবন্ধতফসিল ঘোষণার পর আওয়ামী লীগের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধওয়াসা মোড়ে দুই বাসে আগুন