ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘাসফুলের উদ্যোগে আজ সকাল ৮:৩০ টায় বাদশা মিয়া রোডস্থ সংস্থার প্রধান কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ড. মনজুর উল আমিন চৌধুরীর উপস্থাপনায় শামসুন্নাহার পরাণ রহমান স্মরণে বিশেষ আলোচনানুষ্ঠানে আলোচক থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, অধ্যক্ষ শীলা মোমেন এবং মরহুমার পুত্র ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। উল্লেখ্য, পরাণ রহমান ১৯৪০ সালের ১ জুন এনায়েত বাজারস্থ মায়া কুটিরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ঘাসফুলের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।