ফতেয়াবাদ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটি ও ইসলামী ছাত্রসেনা ১২নং চিকনদন্ডী ও ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে ২ দিনব্যাপী ৪৫ তম সুন্নী কনফারেন্সের সমাপনী দিবস গতকাল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা শাহসুফি ছালেহ আহমদ আনসারীর সভাপতিত্বে ও মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থকে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাজী ছাদেকুর রহমান হাশেমী। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সুন্নী হানাফি, আল্লামা নুরুল হাসান তাওহীদ।
উদ্বোধক ছিলেন মাওলানা আব্দুল আওয়াল ফোরকানী। আলোচনায় অংশ নেন মাওলানা সৈয়দ মুহাম্মদ মফজল আলম, অধ্যক্ষ কাজী হারুন চৌধুরী, মাওলানা ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা আকতার হোসাইন, মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী আকবর, মাওলানা আবু জাফর আশরাফী, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মুহাম্মদ আইয়ুব প্রমুখ।
উপস্থিত ছিলেন মুহাম্মদ আনোয়ারুল আলম, আলী ফারুক চৌধুরী, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ শওকত আলী, মুহাম্মদ আবু নাজেম, কাজী আছাদুজ্জামান, মুহাম্মদ ইমদাদুল ইসলাম, মুহাম্মদ হাসান ফিরোজ, মুহাম্মদ জানে আলম চৌধুরী প্রমুখ। এতে বক্তারা বলেন, শান্তির সমাজ বিনির্মাণে আত্মিক পরিশুদ্ধতার বিকল্প নেই। মহাগ্রন্থ আল কুরআনের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আত্মিক পরিশুদ্ধতা অর্জন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












