যুদ্ধ বন্ধে রাশিয়াকে বাস্তবসম্মত ছাড় দিতে ইউক্রেন রাজি কিনা, তা জানতে মার্কিন কর্মকর্তারা সৌদি আরবে ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককে কাজে লাগানোর পরিকল্পনা করছেন। খবর বিডিনিউজের। দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেছেন। গত মাসে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে তুমুল বাকবিতণ্ডার পর কিয়েভ নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো করতে আগ্রহী কিনা, মঙ্গলবারের বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নজর সেদিকেও থাকবে, বলেছেন নাম প্রকাশ না করার অনুরোধ জানানো এক কর্মকর্তা।
কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে রোববারই জেদ্দার উদ্দেশ্যে রওনা হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার তার সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন জেলেনস্কির অন্যতম সহযোগী আন্দ্রি ইয়েরমাক। রুবিওর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফেরও থাকার কথা। শুধু শান্তি নয়, ইউক্রেনীয়রা বাস্তবসম্মত শান্তিতে আগ্রহী কিনা তা দেখতে চাই আমরা।